JW subtitle extractor

সাহস জোগাও আমায়

Video Other languages Share text Share link Show times

দ্বিধা, ভয় ঘিরেছে—
সম্মুখ দেখি আঁধার
অনিশ্চিত পথে দাও আলো;
আছ কাছে আমার
জীবন নয় তো সহজ,
তবে আছে আস্থা:
তুমি অনুগত ঈশ্বর
তাই পাব সুরক্ষা
যিহোবা, আমায় দেখতে দাও
বিশ্বাসের চোখ দিয়ে,
আমাদের পক্ষে সঙ্গী অধিক
বিরোধীদের চেয়ে
সাহস জোগাও আমায়;
স্থির থাকব সবসময়
যিহোবা, দাও সেই সাহস;
তোমারই হবে জয়
ভয়ে আমি ভীত
মানুষ মাত্রই দুর্বল
তুমি সদা আমার শৈল,
কোরো আমায় সবল
থাকি যেন নির্ভীক,
জোগাও আমায় শক্তি
না কোনো কারা, না কবর,
করবে চির ক্ষতি
যিহোবা, আমায় দেখতে দাও
বিশ্বাসের চোখ দিয়ে,
আমাদের পক্ষে সঙ্গী অধিক
বিরোধীদের চেয়ে
সাহস জোগাও আমায়;
স্থির থাকব সবসময়
যিহোবা, দাও সেই সাহস;
তোমারই হবে জয়
যিহোবা, আমায় দেখতে দাও
বিশ্বাসের চোখ দিয়ে,
আমাদের পক্ষে সঙ্গী অধিক
বিরোধীদের চেয়ে
সাহস জোগাও আমায়;
স্থির থাকব সবসময়
যিহোবা, দাও সেই সাহস;
তোমারই হবে জয়
যিহোবা, দাও সেই সাহস;
তোমারই হবে জয়